চীনা পর্যটকদের উদ্ধারে ডুবে যাওয়া থাই নৌযানে ডুবুরিদের অভিযান

356

ফুকেট (থাইল্যান্ড), ৬ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র ফুকেট দ্বীপ উপকূলে নৌযান ডুবির ঘটনায় নিখোঁজ চীনা পর্যটকদের সন্ধানে ডুবুরিরা শুক্রবার সকাল থেকে আবারো অভিযান শুরু করেছে। ফুকেটের গভর্নর নারপেথ প্লোথং এ কথা জানান। খবর এএফপি’র।
বৃহস্পতিবার বিকেলে নৌকাটিতে বড় ঢেউ ও সামুদ্রিক ঝড়ে সাগর তলের ১৫ ফুট নিচে আঘাত লাগায় ডুবে যায়। নৌকাটি ১০৫ জন পর্যটক নিয়ে জনপ্রিয় ¯েœারকেলিং কেন্দ্র কোহ রাচা থেকে ফুকেটে ফিরে আসছিল।
পর্যটকদের মধ্যে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
শুক্রবার উদ্ধার অভিযান পুনরায় শুরু করতে হেলিকপ্টার, পুলিশ ও মাছ ধরার নৌকাকে কাজে লাগানো হয়।
গভর্নর বলেন, উদ্ধার অভিযানে আমরা হেলিকপ্টার ও ডুবুরি নিয়োজিত করেছি। তিনি আরো বলেন, বেশিরভাগ পর্যটকই লাইফ জ্যাকেট পরে ছিল বলে পুলিশ জানায়।
ওই অঞ্চলে বুধবার থেকে জারিকৃত আবহাওয়ার সতর্কতা অমান্য করে পর্যটকদের নিয়ে ফুকেট ছেড়ে যাওয়া নৌযানগুলোর একটি ছিল ফনিক্স।
উদ্ধার তৎপরতা দেখতে চীনা দূতাবাসের এক কনস্যুলার ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন।