বাসস ক্রীড়া-২১ : পাওয়ার ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছেন রনি

296

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
পাওয়ার ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছেন রনি
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : শেষ ওভারের নাটকীয়তায় চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৭তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিলো কুমিল্লার। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান ইংল্যান্ডের ডেভিড মালান ও বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। বোলার ছিলেন চট্টগ্রামের ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট।
প্রথম বলে ১ রান নেন মালান। ফলে স্ট্রাইক পান রনি। দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা মারেন রনি। ফলে ৩ বলে ৫ রান দরকার পড়ে কুমিল্লার। চতুর্থ বলে বাই’এ ১ রান নিয়ে মালানকে স্ট্রাইক দেন রনি। কিন্তু পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন মালান। ফলে শেষ বলে জিততে ৩ রান লক্ষ্য পায় কুমিল্লা। মালানের আউটে শেষ বল খেলতে উইকেটে যান আফগানিস্তানের মুজিব উর রহমান। প্লাংকেটের শেষ বলে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে কুমিল্লাকে দুর্দান্ত জয় এনে দেন মুজিব। কুমিল্লার জয়ের ম্যাচে ৫১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রান করেন মালান। রনি ৮ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ১২ রানে।
গুরুত্বপূর্ণ সময়ে একটি করে চার ও ছক্কায় মারার রহস্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান রনি, ‘আমার আত্মবিশ্বাস ছিল, কারণ আমি পাওয়ার ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছি। এমন পরিস্থিতিতে কিভাবে কাজ করা যায় সেটা জেনেছি। আর মালান ছিল। একটা সাহস ছিল যে পারব আমরা।’
শেষ ওভারে সেট ব্যাটসম্যান মালানকেই স্ট্রাইক দেয়া প্রধান লক্ষ্য ছিলো রনির। এমনটাও জানান তিনি, ‘আসলে শেষ ওভারটি অনেক রোমাঞ্চকর ছিল। আমার পরিকল্পনা ছিল মালানকে স্ট্রাইক দেয়া। শেষ ওভারে যখন খেলা চলে আসে তখন এক দেওয়ার অবস্থা ছিল না। কারণ রান দরকার ছিল ১৬। আমিও চেষ্টা করেছি মেরে রান নেওয়ার।’
মালানের আউটের পর ১ বলে ৩ রান দরকার ছিলো কুমিল্লার। এটি মোটেও সহজ ছিলো না বলে জানান রনি, ‘আসলে ওই সময় কাজটা মোটেও সহজ ছিল না। নতুন ব্যাটসম্যান এসে ১ বলে ৩ রান করা কঠিন। এই জন্য বেশি সমস্যা হয়ে গিয়েছিল।’
বাসস/এএসজি/এএমটি/২০৪০/স্বব