জেএসসিতে কুমিল্লা বোর্ডে তৃতীয় ফেনী

333

ফেনী, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে ফেনী তৃতীয় স্থানে রয়েছে। ফেনীতে এবার ৯০ দশমিক ১২ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এছাড়া এ জেলায় শতভাগ পাস করেছে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলার ২৫ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২ হাজার ৫শ’ ৯০ জন উত্তীর্ণ হয়েছে।
ফেনী জেলায় জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফলাফলে শীর্ষে রয়েছে। বালিকা বিদ্যালয়ে ২৮৯ শিক্ষার্থীর সবাই পাশ করেছে। জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১০১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে এ বিদ্যালয় থেকে। অন্যদিকে গার্লস ক্যাডেট কলেজের ৫৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ অর্জন করেছে ৫৩ জন। জিপিএ প্রাপ্তির দিকে ফেনীতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১৯ জন। পাশের হার ৯৯.৬৯। জিপি-৫ পেয়েছে ৫৫ জন। এছাড়া শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ ৫ পেয়েছে।