মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসা বরাদ্দ সংক্রান্ত অনলাইন সেবা কার্যক্রম চালু

424

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বাসা বরাদ্দের আবেদন ও তৎসংক্রান্ত কার্যক্রম সম্পাদনের জন্য অনলাইন সেবা চালু করা হয়েছে।
‘মুজিববর্ষ ২০২০’-কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় আনার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনলাইন সেবা কার্যক্রম চালু করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
https://estate.du.ac.bd ওয়েবসাইট ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাসা বরাদ্দ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কারিগরি সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে।