বাসস বিদেশ-২ : উ.কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত করা প্রশ্নে ‘স্পষ্ট’ প্রতিশ্রুতি চান পম্পেও

156

বাসস বিদেশ-২
উ.কোরিয়া-পরমাণু-যুক্তরাষ্ট্র
উ.কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত করা প্রশ্নে ‘স্পষ্ট’ প্রতিশ্রুতি চান পম্পেও
ইয়োকোটা এয়ার বেস (জাপান), ৬ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার উত্তর কোরিয়া যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের ঐতিহাসিক সম্মেলনের পর দেশটিকে পরমাণু অস্ত্র মুক্ত করতে আরো স্পষ্ট ও বিস্তারিত প্রতিশ্রুতি আদায়ে তাকে চাপ দিতেই এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
গত মাসে সিঙ্গাপুরে কিমের সঙ্গে সম্মেলন করার পর থেকেই ট্রাম্প শান্তির ব্যাপারে অনেক আশাবাদী এবং তিনি জোর দিয়ে বলেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধের হুমকি আর থাকছে না।
ওই সময় এ দুই নেতা স্পষ্ট প্রতিশ্রুতি দেয়া প্রশ্নে সংক্ষিপ্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
এক্ষেত্রে পম্পেও পরিকল্পনা মোতাবেক কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে ওয়াশিংটনের প্রত্যাশা উত্তর কোরিয়ার নেতা তার পরমাণু কর্মসূচির ব্যাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেবেন এবং এ গুলো ধ্বংসের জন্য বেধে দেয়া সময়সীমা মেনে নেবেন।
বাসস/এমএজেড/কেকে/১২-০৯মি.