বাসস ক্রীড়া-৮ : ষষ্ঠবারের মত দুবাই গ্লোব সকার এ্যাওয়ার্ড জিতলেন রোনাল্ডো

109

বাসস ক্রীড়া-৮
ফুটবল-রোনাল্ডো
ষষ্ঠবারের মত দুবাই গ্লোব সকার এ্যাওয়ার্ড জিতলেন রোনাল্ডো
দুবাই, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : দুবাই গ্লোব সকার এ্যাওয়ার্ড জয়ের মাধ্যমে ২০১৯ সাল শেষ করেছেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
এ বছর লিওনেল মেসি ও ভার্জিল ফন ডিকের পিছনে থেকে ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান লাভ করেন রোনাল্ডো। রেকর্ড ষষ্ঠবারের মত এই পুরস্কার জয় করে নেন রোনাল্ডোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বার্সা তারকা মেসি। এই নিয়ে গত নয় বছরে ষষ্ঠবারের মত দুবাই গ্লোব সকার এ্যাওয়ার্ড জিতলেন সিআর সেভেন।
৩৪ বছর বয়সী এই ফুটবলারের এই নিয়ে এটি টানা চতুর্থ দুুবাই এ্যাওয়ার্ড। ইতালিতে তার প্রথম বছরে জুভেন্টাস ২০১৮-১৮ লিগ শিরোপা জয় করেছিল। প্রথমবারের মত আয়োজিত নেশন্স লিগ জয়ে তিনি পর্তুগালের হয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন।
বাসস/নীহা/১৬৪০/স্বব