বাসস ক্রীড়া-৩ : সালাউদ্দিনের সঙ্গ উপভোগ করছেন রিয়াজ

119

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সালাউদ্দিনের সঙ্গ উপভোগ করছেন রিয়াজ
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। বল হাতে দলকে সেরাটাই দিচ্ছেন রিয়াজ। সেটির প্রমাণ গতরাতে পাওয়া গেল। বিপিএলের ২৬তম ম্যাচে রিয়াজের আগুন ঝড়ানো পেসে কুপোকাত হয় রাজশাহী রয়্যালস। ৩ দশমিক ৪ ওভারে ৮ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। টি-২০ ক্রিকেটে নিজের সেরা বোলিং ফিগার দাঁড় করেন রিয়াজ। তার বোলিং নৈপুন্যে রাজশাহীকে ৭৪ রানের ব্যবধানে হারিয়ে প্লে’অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছে মাশরাফির ঢাকা। এবারই প্রথম ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজ করার সুযোগ পেয়েছেন রিয়াজ। সালাউদ্দিনের সাথে কাটানো সময় উপভোগ করছেন রিয়াজ। গতরাতে ম্যাচ শেষে এমনটাই জানান তিনি।
রিয়াজ বলেন, ‘আমি মনে করি অসাধারণ একজন কোচ সালাউদ্দিন। ক্রিকেটের বেসিকগুলো বিষয়গুলো বেশ ভালো বোঝেন তিনি। তার সঙ্গ দারুণ উপভোগ করছি। সে আপনাকে ম্যাচ নিয়ে পরিকল্পনা দিবে, সেটি কাজে লাগানোর দায়িত্ব আপনার। আপনাকে সাহস যোগাবে। কোচ হিসেবে তার সঙ্গে কাজ করে বাংলাদেশে আমি সেরা সময় কাটিয়েছি।’
এবারের বিপিএলে প্রশংসায় ভাসছেন দেশীয় পেসাররা। ইতোমধ্যে এ নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা হয়েছে। এবার দেশীয় পেসারদের প্রশংসা করলেন রিয়াজ, ‘এবার অনেক তরুণ পেসারকে দেখা যাচ্ছে। তারা খুবই ভালো করছে। আমাদের দলের হাসান সম্ভাবনাময় পেসার। সেও খুব ভালো করছে। তবে ঠিকঠাকভাবে তার যত্ন নিতে হবে। তাহলে বাংলাদেশ ভালো মানের একজন পেসার পাবে। অন্যদের নিয়েও কাজ করতে হবে। এরা সবাই বাংলাদেশের সম্পদ। তাদের ভালোভাবে গড়ে তুলতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ রানে ৩ উইকেট রিয়াজের সেরা। তবে গতরাতে স্বীকৃত টি-২০তে ৮ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগার দাঁড় করালেন তিনি। এমন পারফরমেন্সে খুশী রিয়াজ। তিনি বলেন, ‘যখন ধারাবাহিকভাবে উইকেট পাওয়া যায় তখন অবশ্যই ভালো লাগে। আর এমন বোলিং ফিগারে আমি অবশ্যই উচ্ছ্বসিত।’
বাসস/এএসজি/এএমটি/১৬২৫/স্বব