বাসস ক্রীড়া-২ : চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান

115

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করার সুযোগটা দারুনভাবে কাজে লাগান চট্টগ্রামের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী। পাওয়া প্লে’তে ওভারপ্রতি ৯ রান নিয়ে স্কোর বোর্ডে ৫৪ রান যোগ করেন তারা। এমনকি দলকে শতরানের স্বাদও দেন এ জুটি। ১১তম ওভারে দলকে তিন অংকে পৌছে দেন চট্টগ্রামের দুই ওপেনার।
তবে ১২তম ওভারে এই জুটিকে বিচ্ছিন্ন করেন কুমিল্লার মিডিয়াম পেসার সৌম্য সরকার। ২৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া সিমন্স থামেন ৫৪ রানে। ৩৪ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাকান তিনি।
দলীয় ১০৩ রানে দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন সিমন্স। এরপর মিনি ধস নামে চট্টগ্রামের ইনিংসে। ১১৬ রানে পৌঁছাতে আরও ৩ উইকেট হারায় তারা। জুনায়েদ ৬টি চারে ৩৭ বলে ৪৫, ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটন ৯, জিম্বাবুয়ের রায়ান বার্ল ২ রান করে আউট হন।
১৩ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে চট্টগ্রামের রান তোলার গতি কমে যায়। তবে এ ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন প্রথমবারের খেলতে নামা জিয়াউর রহমান। জিয়াউর মারমুখী থাকলেও, সর্তক ছিলেন নুরুল। শেষ পর্যন্ত ৪ রানে আউট হন নুরুল।
তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে চট্টগ্রামকে লড়াকু পুঁজি এনে দেন জিয়াউর। ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। কুমিল্লার সৌম্য ২০ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৫৯/৬, ২০ ওভার (সিমন্স ৫৪, জুনায়েদ ৪৫, জিয়াউর ৩৪*, সৌম্য ২/২০)।
বাসস/এএসজি/এএমটি/১৬২০/স্বব