বাজিস-৮ : বরগুনায় স্থানীয় উদ্যোগে সেতু নির্মাণ

301

বাজিস-৮
বরগুনা- নির্মাণ
বরগুনায় স্থানীয় উদ্যোগে সেতু নির্মাণ
বরগুনা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের ১০০ ফুট প্রশস্ত শিংখালী খালে স্থানীয়রা উদ্যোগী হয়ে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা জানান, স্থানীয় যুবকরা ৪০ হাজার টাঁকা চাঁদা তুলে সেতুটি নির্মাণ করেছে। এখন স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার প্রায় ২ হাজার মানুষ খালটি পারাপারে সুবিধা পাচ্ছেন।
আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারী উদ্যোগে খালে আরো একটি ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বাসস/ সংবাদদাতা/২০১০/মরপা