বাসস দেশ-২৫ : লোক নাট্যদলের ৩৭ বছর পূর্তিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

340

বাসস দেশ-২৫
লোক নাট্যদল-অনুষ্ঠান
লোক নাট্যদলের ৩৭ বছর পূর্তিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : লোক নাট্যদলের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আলোচনা এবং নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালায় বিকেল ৫টায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে লোক নাট্যদল।
আলোচনা পর্ব শেষে এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত ‘রথযাত্রা’ নাটকটি মঞ্চায়িত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। দলের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আরো বক্তৃতা করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও নাট্যকার আবদুস সেলিম।
লোক নাট্যদল এ পর্যন্ত শিশু নাটকসহ জীবন ঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী ৬০টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে ৫২টি মঞ্চনাটক, সাতটি পথনাটক একটি একটি সঙ্গীতালেখ্য। দেশের বিভিন্ন জেলায় নাটক প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও লোক নাট্যদলের রয়েছে দৃপ্ত পদচারণা। লোক নাট্যদল নাটক নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, মোনাকো, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, কিউবা, তুরষ্ক, লাওস, নেপাল, ভারতসহ বিশে^র বিভিন্ন দেশ ভ্রমণ করেছে।
বাসস/এএসজি/এসএমএস/২০০০/জেজেড