বাজিস-৩ : কুমিল্লায় বগি লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

237

বাজিস-৩
কুমিল্লা-ট্রেন চলাচল
কুমিল্লায় বগি লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
কুমিল্লা (দক্ষিণ), ২৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামের সাথে সিলেট ও ঢাকাসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ২টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে ওই দুর্ঘটনার কারণে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
বাসস/সংবাদদাতা/২২৪৫/-নূসী