বঙ্গবন্ধু বিপিএল : ৪ রানের আক্ষেপ মুশফিকের

508

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ইতিহাসে দু’হাজার রান থেকে ৪ রান দূরে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক ও খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
আজ ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ২২তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৫৯ রান করে আউট হন মুশফিক। এ ইনিংস মেষে বিপিএলে এখন তার রান ১৯৯৬। আজ আর ৪ রান করতে পারলেই বিপিএলে দু’হাজার রান পূর্ণ করতে পারতেন মুশি। ৭৭ ম্যাচের ৭৭ ইনিংসে বিপিএলে ১৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে মুশফিকের।
চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচে (২৪ ডিসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে অপরাজিত ৬০ রান ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দু’হাজার রান পূর্ণ করেছিলেন তামিম।
এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে ৬৪ ম্যাচের ৬৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০৫০ রান করেছেন তামিম।
বিপিএলে সবচেয়ে বেশি রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
তামিম ইকবাল ৬৪ ৬৩ ২০৫০ ৩৬.৬০
মুশফিকুর রহিম ৭৭ ৭৩ ১৯৯৬ ৩৪.৪১
মাহমুদুল্লাহ রিয়াদ ৭৮ ৭৪ ১৬৯৫ ২৫.৬৮
ইমরুল কায়েস ৭৬ ৭৫ ১৬২১ ২৫.৬৮
সাকিব আল হাসান ৭৬ ৭৫ ১৪৮৩ ২৫.১৩