বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল : আ ক ম মোজাম্মেল হক

612

বগুড়া, ২৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল।’
তিনি বলেন, ‘বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে। এখন মুক্তিযোদ্ধাদের উদাসীন হয়ে বসে থাকলে চলবে না। পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষৎ প্রজন্মকে জানাতে হবে।’
বগুড়ার নিশিন্দারায় বুধবার বিকেলে বগুড়া সদর, গাবতলী ও আদমদিঘী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছি এবং তাঁর নির্দেশে অস্ত্র জমা দিয়েছি। কিন্তু প্রশিক্ষণ ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা ভবিষৎ প্রজন্মকে জানাতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে। জিয়াউর রহমান যুদ্ধ করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করেছে।’
মুক্তিযোদ্ধা সমাবেশে আ,ক,ম মোজাম্মেল হক আরও বলেন , ‘জয়বাংলা কোন সংগঠনের স্লোগান নয়। এটি মুক্তিযুদ্ধের ও গোটা বাঙালী জাতির স্লোগান। এই স্লোগানকে আগামী প্রজন্ম যাতে ধারণ করতে পারে তার দায়িত্ব নিতে হবে মুক্তিযোদ্ধাদের ।’
তিনি বলেন, ‘দাবির আগেই প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা পূরণ করেছেন। ভাতা ১৫ হাজার টাকায় উন্নিত করা হচ্ছে। চিকিৎসা সেবার জন্য উপজেলা কমপ্লেক্স ও জেলা সদর এবং মেডিকেল কলেজে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এ বছর অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বগুড়ায় ২২৫ টি বাড়ি নির্মাণ করা হবে। ২০২১ সালের মধ্যে সমপরিমাণ বাড়ি বগুড়াতে নির্মাণ করা হবে।’
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য দেন।