হবিগঞ্জে এ্যাপস’র মাধ্যমে কৃষক বাছাই

630

হবিগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলায় সরকারী খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের লক্ষ্যে আজ মঙ্গলবার লটারির মাধ্যমে ৮০৪ জন কৃষককে বাছাই করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এ লটারি অনুষ্ঠিত হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় তিনহাজার ৯৬৭জন নিবন্ধন করেন। একহাজার ৬৪ মেট্রিকটন ধান সংগ্রহ করার জন্য মোবাইল এ্যাপস-এ আবেদন আহবান করলে একহাজার ৪৯৬টি আবেদন পাওয়া যায়। পরে তিন ক্যাটাগরিতে কৃষকদের মাঝে লটারি হয়।লটারিতে নির্বাচিত ৮০৪জন কৃষক ধান সরবরাহের সুযোগ পান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান এবং প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান প্রমুখ।