মেহেরপুরে বেআইনি ইটভাটা বন্ধ, জরিমানা

281

মেহেরপুর, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলার গাংনী উপজেলায় আইন অমান্য করে টিনের চিমনি ও ভাটায় কাঠ জ্বালানোর দায়ে ‘সরোয়ার ব্রিকস’ নামের একটি ইটভাটা আজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটার মালিককে বিশহাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
এসময় উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়ানুর রহমান এবং ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন জানান, ওই ইটভাটার মালিক কোনরকম অনুমোদন ছাড়াই ভাটা চালাচ্ছিলেন।একাধিকবার বন্ধের নির্দেশের পরেও তিনি তা মানেননি।অভিযানকালে দেখা যায় ভাটায় কোন কয়লা নেই, শুধুই কাঠ জ্বালানো হচ্ছে এবং স্থায়ি চিমনির জায়গায় টিনের চিমনি।