মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

363

গোপালগঞ্জ, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আজ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার উজানী বিইউকে উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
দিনব্যাপি এ কর্মসূচিতে ১৮ জন চিসিৎসক অংশগ্রহন করেন।
এ কর্মসূচিতে চক্ষু, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি এবং বিভিন্ন প্যাথলজি টেস্ট করে সহ¯্রাধিক রোগিকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুন মন্ডল, নির্বাহী ম্যাজিট্রেট ইলিয়াছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।