দেশে ১৪৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে : নাহিদ

490

সংসদ ভবন, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে বর্তমানে ১৪৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য বেগম সেলিনা আখতার বানুর প্রশ্নের জবাবে আরো বলেন, এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৪১টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৩টি রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি পর্যায়ে ঢাকায় সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি এবং চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নামে দু’টি মহিলা বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
নাহিদ বলেন, এ ২টি মহিলা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়সমূহের আওতায় সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এ সকল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অধ্যয়ন ও গবেষণার সুযোগ রয়েছে।