বাসস দেশ-৪১ : শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের কমিটি পুনর্গঠনের প্রস্তাব

410

বাসস দেশ-৪১
কমিটি-গঠন-প্রস্তাব
শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের কমিটি পুনর্গঠনের প্রস্তাব
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশস্থ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের কমিটি পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে আরব আমিরাত।
আজ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সাথে বাংলাদেশস্থ আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহেরীর নেতৃত্বে ৫-সদস্যের প্রতিনিধি দলের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।
আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের আর্থিক আনুকূল্যে পরিচালিত সমাজকল্যাণ মন্ত্রণলয়াধীন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বর্তমান কমিটির আকার সংক্ষিপ্তকরণসহ পুনর্গঠনের প্রস্তাব করেন। সমাজকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে পুনর্গঠিত একাডেমিক ও বিনিয়োগ কমিটি পুনর্গঠনের প্রস্তাব ছাড়াও ট্রাস্টের বিরাজমান সমস্যা এবং বিভিন্ন সংস্কারযোগ্য প্রতিষ্ঠানের মেরামতসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন সিনিয়র সচিব জুয়েনা আজিজ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক কে. বি. এম. ওমর ফারুক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত স্ট্রাস্টের ব্যাপারে মন্ত্রীর কাছে লিখিত একটি প্রস্তাব পেশ করেন। আমিরাতের পক্ষে ট্রাস্টকে আবুধাবী থেকে মনিটরিংয়ের কথাও বলা হয়। মন্ত্রী তাদের প্রস্তাবে সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাসস/সবি/এমএআর/২২১৫/-স্বব