রোহিঙ্গা সংকট মোকাবেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন

656

কক্সবাজার, ১৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রোহিঙ্গা সংকট মোকাবেলায় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন।
কক্সবাজারের আজ কোস্ট ট্রাস্ট ও ইউএনএইচসিআর আয়োজিত ‘প্রত্যাবাসনের আগ পর্যন্ত উন্নততর রোহিঙ্গা কর্মসূচি বাস্তবায়নে যৌথ উদ্যোগ এবং কক্সবাজারের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
রোহিঙ্গা সংকট মোকাবেলার কৌশল হিসেবে উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সকল পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং ঝুঁকি নিরূপণে ‘যৌথ উদ্যোগ’ নিতে হবে।
কোস্ট ট্রাস্টের রেজাউল করিম চৌধুরী এবং কক্সবাজার সিএসও এনজিও ফোরামের আবু মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম। অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস’র ব্যারিস্টার মনুজর মোরশেদ, নারী পক্ষের শিরীন হক ও দুর্যোগ বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান।