৪৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

802

এ্যান্টিগা, ৪ জুলাই ২০১৮ (বাসস) : নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো বাংলাদেশ দল। এ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে নিজেদের ইনিংসের প্রথম সেশনে মাত্র ৪৩ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ।
টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-এ নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ পেসারদের তোপে পড়ে যাওয়া আসার মিছিল করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ১৮ দশমিক ৪ ওভারে মাত্র ৪৩ রানের গুটিয়ে যায় বাংলাদেশ।
নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর টাইগারদের। বাংলাদেশের আগের সর্বনিম্ন রান ছিলো ৬২। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৫ দশমিক ২ ওভারে ৬২ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে সর্বনি¤œ দলীয় স্কোর ২৬ রান। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে যায় কিউইরা। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর হলেও, বিশ্ব মঞ্চে এই স্কোর ১১তম স্থানে রয়েছে।
এ্যান্টিগায় বাংলাদেশের পক্ষে একমাত্র লিটন দাস ছাড়া আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। চারজন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন। ওপেনার লিটন ২টি চারে ৫৩ বলে সর্বোচ্চ ২৫ রান করেন।
এছাড়া দশ নম্বর ব্যাটসম্যান রুবেল হোসেন অপরাজিত ৬, তামিম ইকবাল-উইকেটরক্ষক নুরুল হাসান ৪ রান করে, আবু জায়েদ ২, মোমিনুল হক-মেহেদি হাসান মিরাজ ১ রান কওে এবং মুশফিকুর রহিম-অধিনায়ক সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদ-কামরুল ইসলাম রাব্বি শুন্য রানে ফিরেন।
ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ ৮ রানে ৫ উইকেট নেন। এছাড়া মিগুইয়েল কামিন্স ১১ রানে ৩টি ও অধিনায়ক জেসন হোল্ডার ১০ রানে ২ উইকেট নেন।