জয়পুরহাটে বাড়ি পেলেন বীরাঙ্গনা জাহানারা

692

জয়পুরহাট, ৪ জুলাই, ২০১৮ (বাসস) : স্বাধীনতার বীরাঙ্গনা জাহানারা খাতুনকে নিজস্ব অর্থায়নে বাড়ি তৈরী করে দিলেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের খঞ্জনপর মহল্লায় বুধবার বিকেলে বীরাঙ্গনা জাহানারা খাতুনের জন্য নব নির্মিত বাড়ির সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ওয়ারেস আনছারী, জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাকির হোসেন মন্টু, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে বীরাঙ্গনা জাহানারা খাতুনকে ঘরের চাবি হস্তান্তর ও নগদ ২ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। এ ছাড়াও প্রতি মাসে ২ হাজার টাকা করে অনুদান দেওয়ার অঙ্গীকার করেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২ শতক জায়গার উপরে মেয়রের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষ বিশিষ্ট বাড়িটি নির্মাণ করা হয়।