বাসস দেশ-১৭ : রাজধানীতে হজ এজেন্সিতে দুদকের অভিযান

329

বাসস দেশ-১৭
দুদক-অভিযান
রাজধানীতে হজ এজেন্সিতে দুদকের অভিযান
ঢাকা, ৪ জুলাই, ২০১৮ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ রাজধানীতে পৃথক হজ এজেন্সিতে অভিযান চালিয়েছে।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজীদের সঙ্গে প্রতারণা এবং হজ পালনে অব্যবস্থাপনা ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম আজ রাজধানীর নয়াপল্টনস্থ ইউনাইটেড স্টার্স লিমিটেড ও উইনওয়ার্ল্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালায়।
দুদকের সহকারী পরিচালক তাজ-উল-ইসলামের নেতৃত্বে পুলিশসহ ৭ সদস্যের একটি টিম এ অভিযানে অংশগ্রহণ করেন। এসময় টিমের সদস্যরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং দুটি এজেন্সিতে আগত হজযাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনেন।
হজযাত্রীরা জানান, তাদের নিকট হতে হজের ফি ও খরচ গ্রহণ করা হলেও কে কোন এজেন্সির মাধ্যমে যাবেন, সে বিষয়ে তাদেরকে জানানো হয়নি। দুদক টিম হজযাত্রীদের ফ্লাইট নির্ধারণ, মক্কা-মদিনায় বাসাভাড়া চুক্তি স¤পাদন, হাজীদের নির্বিঘেœ মক্কা-মদিনায় অবস্থান নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে যাতে কোনো দুর্নীতি না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান চলছে বলে হজযাত্রীদের অবহিত করেন।
“হজসংক্রান্ত কোনো দুর্নীতি হলে তা দুদক অভিযোগ কেন্দ্র-১০৬-এ তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী সংশ্লিষ্টদের আহ্বান জানান।
বাসস/সবি/এফএইচ/১৯২৩/-কেজিএ