বাসস দেশ-১৬ : সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে

340

বাসস দেশ-১৬
ভারী-বর্ষণ-সতর্কতা
সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে
ঢাকা, ৪ জুলাই, ২০১৮ (বাসস) : অতি বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি.মি) থেকে (৮৯) অতিভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে বলে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
বাসস/সবি/এসএস/১৯২১/-কেজিএ