শিক্ষার্থীদের দক্ষ ও উন্নত জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

297

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ ও উন্নত জনশক্তি হিসেবে গড়ে ওঠার শপথ নেওয়ার আহবান জানিয়েছেন।
তিনি আজ সোমবার রাজধানীর মিরপুরের রূপনগরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন,দেশের সকল শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য সরকার অত্যন্ত আন্তরিক। ১ (এক) জানুয়ারি তারা খালি হাতে স্কুলে আসে আর নতুন বইয়ের সুঘ্রাণ নিতে-নিতে বাড়ি ফিরে যায়। ছাত্রছাত্রীদের জন্য বিশ্বে এধরণের আয়োজন নজিরবিহীন।
কামাল মজুমদার বলেন, স্কুলের ছাছাত্রীদের জন্য মিড ডে মিল চালু করা হয়েছে। ভাল ফলাফলের জন্য বৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রতিমন্ত্রী এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও এদেশের মানুষের জন্য তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা নিয়মিত অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের প্রতি পরামর্শ প্রদান করেন।
আলোচনা শেষে ওই স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
পরে প্রতিমন্ত্রী মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।