ফ্রান্সে পুলিশ সদস্যের মৃত্যুকে স্বাগত জানিয়ে টুইট করায় রাজনীতিবিদ গ্রেফতার

737

রিনেস (ফ্রান্স), ২৬ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ফ্রান্সের এক পুলিশ সদস্যের মৃত্যুকে স্বাগত জানিয়ে টুইট করায় দেশটি বামপন্থী এক রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে এক জিম্মি ঘটনায় উদ্ধারে এগিয়ে আসায় ওই পুলিশ সদস্য এক জিহাদি বন্দুকধারীর গুলিতে নিহত হন। খবর এএফপি’র।
পুলিশ রোববার ফ্রান্সের উত্তরপশ্চিম দিভাস-সুর-মারের বাসা থেকে স্টিফান পৌজিয়ারকে গ্রেফতার করে। লে. কর্নেল আর্নাউড বাল্ট্রামির মৃত্যুকে স্বাগত জানিয়ে টুইট করার পর তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় প্রসিকিউটর ডেভিড পামার্ট রোববার রাতে এএফপিকে বলেন, ‘তার টুইটার একাউন্টে এমন মন্তব্য প্রকাশের পর সন্ত্রাসী কার্যক্রম যাচাইয়ে আজ বেলা সাড়ে ১১টায় নিরাপত্তা হেফাজতে নিয়ে স্টিফান পৌজিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়।