নির্বাচনে পরাজয়ের জন্য করবিনের দুঃখ প্রকাশ

290

লন্ডন, ১৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): ব্রিটেনের প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন লেবার দলের ভরাডুবির জন্যে রোববার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুৃদ্ধের পর এবারের এ আগাম নির্বাচনে লেবার দলের পরাজয় ছিল সবচেয়ে শোচনীয়।
কিন্তু অভিজ্ঞ এই সোশ্যালিস্ট নেতা তার বামপন্থা নীতিকেই সমর্থন করেছেন। তবে, করবিন দল থেকে কবে পদত্যাগ করবেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেন নি।
সান ডে মিরর পত্রিকায় এক লেখায় করবিন বলেন, এ সম্পর্কে আমি কিছু মন্তব্য করব না। যারা সত্যিকার অর্থে দেশে পরিবর্তন চেয়েছেন নির্বাচনী ফলাফল তাদের সকলকে হতাশ করেছে।
তিনি বলেন, আমি দেশকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলাম। কিন্তু তা পারিনি। এর দায়দায়িত্ব আমার।
শুক্রবার করবিন বলেন, আগামী বছরের কোন এক সময়ে তিনি পদত্যাগ করবেন। তবে শতাব্দী প্রাচীন এই দলটির সুনির্দিষ্ট কোন উত্তরসূরী এখনও পর্যন্ত নেই।
বৃহস্পতিবারের নির্বাচনে রক্ষণশীল দল ব্যাপক ভোটে জয় পেয়েছে। এর ফলে দলটি নির্ধারিত সময়ে মেনে ব্রেক্সিট ইস্যু বাস্তবায়নের সুযোগ পেল।