নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

252

কাঠমান্ডু, ১৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): নেপালের মধ্যাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় রোববার সকালে বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছে।
জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র গনেশ খানাল বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, দুর্ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। দু’জন হাসপাতালে মারা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের মতে, বাসটি দোলাখার কালিংচক থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে সানকোশি’র একটি সড়ক থেকে কয়েকশ মিটার নিচে পড়ে যায়।
কালিংচক নেপালের একটি জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র।
খানাল বলেন, আমাদের হিসেব মতে বাসে অন্তত ৩২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে তার সহকারী মারাত্মকভাবে আহত হয়েছে।
পুলিশ নিহতদের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল সড়ক ব্যবস্থাপনাসহ নানা কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।