প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বুন্দেসলিগায় খেললেন সিং

153

বার্লিন, ১৫ ডিসেম্বর ২০১৯ (বাসস) : শনিবার ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমে এক অনন্য রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের এ্যাটাকিং মিডফিল্ডার সারপ্রিত সিং। প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে সিং বুন্দেসলিগায় খেলার কৃতিত্ব দেখালেন। ৬-১ গোলে জয়ী ম্যাচটিতে শেষ আট মিনিট বদলী হিসেবে মাঠে ছিলেন সিং।
গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন ২০ বছর বয়সী সিং। হ্যাটট্রিকম্যান ফিলিপ কুটিনহোর স্থানে তার গতকাল জার্মান লিগে অভিষেক হয়েছে। ইনজুরি আক্রান্ত কিংসলে কোম্যান ও কোরেনটিন টোলিসো ও নিষেধাজ্ঞায় থাকা জাভি মার্টিনেজের কারনে সিংয়ের অভিষেকটা সময়ের অপেক্ষায় ছিল।
মাত্র ১১ বছর বয়স থেকেই তিনি মিউনিখের নজড়ে ছিলেন। ২০১৮-১৯ মৌসুমে ওয়েলিংটনের হয়ে সিংয়ের পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে বায়ার্ন তার সাথে চুক্তি করে।
স্ট্রাইকার ওয়াইনটন রাফারের পর দ্বিতীয় নিউজিল্যান্ডার হিসেবে সিং বুন্দেসলিগায় খেলার সুযোগ পেলেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আট বছরের ক্যারিয়ারে রাফার বুন্দেসলিগায় ওয়ার্ডার ব্রেমেন ও কেইসারলটার্নের হয়ে খেলেছেন।