বাজিস-৫ : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

240

বাজিস-৫
শহীদ বুদ্ধিজীবি দিবস- সারাদেশ
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৯ (বাসস): যথাযোগ্য মর্যাদায় আজ শনিবার দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
বাসস-এর পিরোজপুর সংবাদদাতা জানান, শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আ. হাকিম হাওলাদার প্রমুখ। আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও মাহমুদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, বগুড়া প্রেবসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট পভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনাসভায় জেলা প্রশাসক ফয়েজ আহামদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রমুখ।
এরপর বেলা ১১ টায় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ।
এরআগে, আজ সকালে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্বে করেন বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর মোত্তালেব মানিক। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমদুর আলম নয়ন, প্রদীপ ভট্টাচার্য শংকর, আব্দুস সালাম বাবু প্রমুখ।
সন্ধ্যায় শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ্উদ্যেগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।পরে জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধানঅতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
বাসস-এর নোয়াখালী সংবাদদাতা জানান, শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের করা হয়।
বিকাল ৩ টায় বিজয় মঞ্চে জেলা প্রশাসনের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচসভায় প্রধান অতিথি ছিলিন জেলা প্রশাসক তন্ময় দাস।
এদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
এসময় নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এরপর শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান শহীদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নোবিপ্রবি’র স¦াধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল ও সংগঠনসমূহের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, জেলায় আজ যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। শনিবার দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ¢ ‘দূর্জয় পাবনা’য় পুষ্পস্তবক ও আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালিত হয়। এ সময় বুদ্ধিজীবীদের স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে শোকর‌্যালি বের হয়। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. এম. রোস্তম আলী সহ শিক্ষকবৃন্দ।শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আজ সকালে পাবনা জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ নানা কর্মসুচী পালন করে।
পাবনা জেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কাজী আতিয়ার রহমান প্রমুখ।
পাবনা জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে।জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সাংবাদিক আব্দুল মতীন খান, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ প্রমুখ।
বাসস-এর হবিগঞ্জ সংবাদদাতা জানান, ‘তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য’ শীর্ষকশ্লোগানকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে “প্রাকৃতজন” হবিগঞ্জ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা ছয়টায় হবিগঞ্জ শহরের আইডি হল প্রাঙ্গণে আলোক প্রজ্জলন ও কবিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/২০৪৫/এমকে