নীলফামারীর রামগঞ্জ ট্রাজেডি দিবস পালিত

301

নীলফামারী, ১৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলা সদরের রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার ঘটনার ছয় বছর পূর্তি উপলক্ষে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠন এই সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক শাহর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে নেতাকর্মীরা ওই দিনের ঘটনায় নিহত চার নেতাকর্মীর কবরে ফুল দিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানান।
সেদিনের নিহতরা হলেন, টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, টুপামারী ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন শাহ্ ও তার ছোট ভাই মুরাদ হোসেন শাহ্, আওয়ামী লীগ কর্মী লিটন হোসেন লেবু।