অ্যাবের ভারত সফর স্থগিত

297

টোকিও, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারতের উত্তরাঞ্চলে তার সফর স্থগিত করছেন। সম্প্রতি ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ করায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
অ্যাবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শনি থেকে মঙ্গলবার ভারত সফরের ঘোষণা দিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুৃযায়ী, ভারতের পূর্বাঞ্চলীয় নগরী গোহাটি ও আসাম প্রদেশে মোদি ও অ্যাবের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তবে, নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সম্প্রতি এ অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন,খুব শিগগির দু’নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
পরে তারা পূর্বাঞ্চলীয় অপর প্রদেশ মনিপুরে এক নতুন ‘পিস মিউজিয়াম’-এ মিলিত হবেন। এলাকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপূল সংখ্যক সৈন্য শহীদ হওয়ায়ার জন্য বিখ্যাত। নিহত ঔই সৈন্যদের বেশির ভাগই ছিল জাপানী।
কিন্তু, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় অ্যাবে তার সফর স্থগিত করেন।’