বাসস দেশ-১০ : ভোক্তা স্বার্থ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিসিসি

171

বাসস দেশ-১০
বিসিসি-বাজার
ভোক্তা স্বার্থ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিসিসি
ঢাকা, ৪ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) বাজারে বিভিন্ন ধরনের অসাধুতা প্রতিরোধের মাধ্যমে ভোক্তা স্বার্থ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিসিসি চেয়ারপার্সন ইকবাল খান চৌধুরী বাসসকে বলেন, ‘স্বচ্ছ পরিবেশ সৃষ্টি, টেকসই প্রতিযোগিতা, ভোক্তাস্বার্থ সংরক্ষণ এবং বাজারে সর্বোত্তম ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাজারে সমান সুযোগ নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।’
তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে জনগণ যাতে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা পেতে পারে এ জন্য কমিশন কার্যকর প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে।
২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গঠনে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে চৌধুরী বলেন, ব্যবসা বাণিজ্যে অসম প্রতিযোগিতা কমানোর মাধ্যমে বিনিয়োগ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কমিশনের প্রধান কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, আঁতাত, একচেটিয়া ব্যবসা, প্রতিযোগিতা সীমিত রাখা এবং জোট অথবা প্রভাব বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বাণিজ্যে স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত ও উন্নয়নে কমিশন ২০১৬ সালে কাজ শুরু করে।
তিনি বলেন, কোন ব্যক্তি অথবা কোম্পানী বাজারে কোন ধরণের অসাধুতার অভিযোগ আনলে তারা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন।
কমিশনও ব্যক্তি ও কোম্পানীর বিরুদ্ধে শুয়োমোটো পদক্ষেপ নিতে পারেন।
বাসস/এসপিএল/এসএএইচ/এমএবি/১৭০০/-অমি