চারশ ছক্কা ক্লাবে রোহিত শর্মা

149

মুম্বাই, ১২ ডিসেম্বর, ২০১৯(বাসস) : প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে চারশ ছক্কা হাকানোর এলিট ক্লাবের সদস্য হলেন দলটির ওপেনার রোহিত শর্মা। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচে নিজের চারশতম ছক্কা হাকান রোহিত।
সিরিজের প্রথম দুই ম্যাচে বড় স্কোর গড়তে ব্যর্থ ভারতীয় দলের এ সহ-অধিনায়ক ক্যারিবিয় বোলার শেল্ডন কট্রেলের একটি শর্ট বলকে মিড উইকেট দিয়ে ছক্কা হাকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল(৫৩৪), পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির(৪৭৬) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চারশ ছক্কা হাকানোর মাইলফলক স্পর্শ করলেন রোহিত। আক্রমনাত্মক এ ব্যাটসম্যান এ পর্যন্ত ওয়ানডেতে ২৩২টি, টি-২০তে ১১৭টি এবং টেস্ট ক্রিকেটে ৫২ ছক্কা হাকিয়েছেন।