চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’র দল

338

ঢাকা, ১২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারই প্রথমবারের মত ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের দলগুলো নিয়ে নক আউট পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল শেষ হয়েছে গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব থেকে শেষ ১৬’তে উন্নীত দলগুলোকে নিয়ে আগামী সোমবার ড্র অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে শেষ ১৬’র প্রথম লেগ শুরু হবে।
গ্রুপ পর্ব থেকে উন্নীত ১৬ দলের তালিকা :
গ্রুপ বিজয়ী (গ্রুপএ-গ্রুপ এইচ) : বার্সেলোনা (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানী), জুভেন্টাস (ইতালি), আরবি লিপজিগ (জার্মানী), লিভারপুল (ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), প্যারিস সেইন্ট জার্মেই (ফ্রান্স), ভ্যালেন্সিয়া (স্পেন)।
গ্রুপ রানার্স-আপ (গ্রুপএ-গ্রুপ এইচ) : আটালান্টা (ইতালি), এ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানী), চেলসি (ইংল্যান্ড), লিঁও (ফ্রান্স), নাপোলি (ইতালি), রিয়াল মাদ্রিদ (স্পেন), টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।