বিবাহ বার্ষিকীতে আনুষ্কাকে জয় উপহার কোহলির

145

মুম্বাই, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : গতকাল ছিলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুষ্কা শর্মার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আর গতকালই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার সুযোগই দেয়নি ভারত। ৬৭ রানের ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ভারতের জয়ে বড় অবদান ছিলো অধিনায়ক কোহলির। ব্যাট হাতে ভয়ংকর রুপ দেখিয়েছেন কোহলি। মাত্র ২৯ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। ম্যাচ শেষে নিজের ভয়ংকর ইনিংসটিই স্ত্রী আনুষ্কাকে উপহার দিলেন বলে জানান কোহলি।
কোহলি বলেন, ‘আজই ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তাই ম্যাচটিও বিশেষ। আনুস্কার জন্য এটাই আমার উপহার।’
এর আগে গতকাল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্কার সাথে ছবি দিয়ে কোহলি বলেন, ‘বাস্তবে একমাত্র ভালবাসা ছাড়া আর কিছুই নেই। যখন ঈশ্বর আশীর্বাদস্বরূপ এমন একজনকে আপনার কাছে পাঠান, যে প্রতিনিয়ত সেই অনুভূতিটা ফিরিয়ে দেয়। তখন একটাই উপলব্ধি হয়, আমি তার কাছে কতটা কৃতজ্ঞ।’
কোহলির মনেরভাব প্রকাশের পর আনুষ্কাও টুইট করেন, ‘ভালবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়। তার চেয়েও অনেক বেশি। চিরন্তন সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথ। আমি তা খুঁজে পেয়েছি।’
নিজের আর আনুষ্কার বিবাহ বার্ষিকীর অনুভূতি ছাড়াও গতকালের ম্যাচ নিয়ে কোহলি বলেন, ‘রাহুলকে একটা দিক ধরে রাখতে বলেছিলাম। আর দ্রুত রান করার দায়িত্বটি নিতে চেয়েছিলাম আমি।’
নিজের ব্যাটিং নিয়ে কোহলি বলেন, ‘শুরু থেকেই দেখছিলাম খুব ভাল টাইমিং হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছি। দলের জন্য ভালো ইনিংস খেলতে পেরে খুশী।’
ভারতকে রানের পাহাড়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে মাত্র ৭০ বলে ১৩৫ রান যোগ করেন তারা। রোহিত ৩৪ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭১ রান করেন। এরপর তৃতীয় উইকেটে রাহুলকে নিয়ে ৪৫ বলে ৯৫ রানের জুটি গড়েন কোহলি। ৯টি চার ও ৪টি ছক্কায় ৫৬ বলে ৯১ রান করে আউট হন রাহুল। ইনিংসের ২ বল বাকী থাকতে ফিরেন রাহুল। আর ৪টি চার ও ৭টি ছক্কায় নিজের অনবদ্য ইনিংসটি সাজান কোহলি। ফলে ২০ ওভারে ৩ উইকেটে ২৪০ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ৮ উইকেটে ১৭৩ রান তুলে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে দলের দুই ওপেনার রোহিত-রাহুলের প্রশংসাও করলেন কোহলি, ‘এটাই দেখতে চেয়েছি। আগের ম্যাচগুলোয় শুরুতে ব্যাট করার সময় তারা সাবলীল ছিলো না। এই ম্যাচে রাহুল ও রোহিত দ্বিধাবোধ করেনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে। সুবিধা হয়েছে পরের দিকের ব্যাটসম্যানদের।’
৫৬ বলে ৯১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন রাহুল। আর সিরিজ সেরা হন ভারতের কোহলি। টি-২০ লড়াই শেষে আগামী ১৫ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজ হারলেও ইতিবাচক চিন্তা করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও আমরা সিরিজে সমতা আনতে পেরেছিলাম। দল ভালো খেলেছে পুরো সিরিজে। শেষ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা বেশি ভালো খেলেছে। আমরাও হাল ছাড়িনি। কিন্তু ভাগ্য সহায় না হওয়াতে সিরিজ হারতে হয়েছে আমাদের।’