এ বছর যুক্তরাষ্ট্রে ২২ জনের মৃত্যুদন্ড কার্যকর

466

ওয়শিংটন, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে এক কারা কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার টেক্সাসের এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে এই বছরে যুক্তরাষ্ট্রে মোট ২২ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হলো।
টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস বলেছে, হিউসটনের উত্তরে হান্সভিল কারাগারে প্রাণঘাতি ইনজেকশন পুশ করার মাধ্যমে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে (গ্রীনিচ মান সময় ০১২৬) অভিযুক্ত ট্রাভিস রুনেলস’র (৪৬) মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টে মৃত্যুদন্ড কার্যকর স্থগিতের আবেদন বাতিল হওয়ার পরেই তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
সশস্ত্র ডাকাতির মামলায় ১৯৯৭ সালে ট্রাভিস রুনেলস’র ৭০ বছরের সাজা হয়। ২০০৩ সালে তিনি কারা পরিদর্শক স্টানলি উইলিকে হত্যা করেন। দুই বছর পরে এই খুনের জন্য ট্রাভিসকে মৃত্যুদন্ডের রায় দেয় আদালত।