বাসস দেশ-৩৩ : বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা বাড়াতে চায়

230

বাসস দেশ-৩৩
এলজিআরডি মন্ত্রী – সাক্ষাৎ
বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা বাড়াতে চায়
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় সহায়তা বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেছে।
আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে তার অফিস কক্ষে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের উপ-পরিচালক রোশান আরা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করতে গেলে এক বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে এ আগ্রহ ব্যক্ত করা হয়।
এ সময় তারা জানান, বাংলাদেশে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহায়তা করছে। এক্ষেত্রে তারা আরো সহায়তা করতে আগ্রহী।
মন্ত্রী এ সময় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ মন্ত্রণালয় ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/২০১০/কেজিএ