বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের প্রতি ট্রাইব্যুনালের শ্রদ্ধা

277

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিবির নেতা রাজশাহীর মো. আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার ওরফে টিপু সুলতানের রায় ঘোষণার প্রাক্কালে বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার প্রাক্কালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম বলেন, বিজয়ের মাস চলছে। আর পাঁচদিন পরেই জাতি মহান বিজয় দিবস, তিনদিন পর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে। বিশেষভাবে শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করছি। আশা করছি তাদের মহান আত্মত্যাগের মহিমাকে সামনে রেখে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জাতি এগিয়ে যাবে।
এরপর আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় রায়ে মো. আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়ে রায় ঘোষণা করা হয়।
প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার প্রাক্কালে ট্রাইব্যুনাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।