তুরাগে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

262

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর তুরাগে ৬শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর তুরাগ থানার ডিয়াবাড়ি বটতলা এলাকায় টমেটো ভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বিপ্ল¬ব (২৪) ও মোঃ ইব্রাহিম (২৫)। তাদের কাছ থেকে ৩৫ ক্যারেট টমেটো, নগদ ২ হাজার ৪২০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
র‌্যাব-১ এর এএসপি মোহাম্মদ কামরুজ্জামান বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাভার্ডভ্যান চালক বিপ্লব মৌসুমী ফসল টমেটো ভর্তি কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে ফেন্সিডিলের চালান রাজধানী ঢাকায় নিয়ে আসে। সে ইতিপূর্বে ৬ থেকে ৭ টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করে । চালানপ্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩৫ হাজার টাকা করে দিত বলে জানায়।
অপর মাদক ব্যবসায়ী ইব্রাহিম কার্ভাডভ্যানের হেলপার। সে বিপ্ল¬বের মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। মাদকদ্রব্য পরিবহনে সে বিপ্ল¬বের সহযোগী হিসেবে কাজ করে। সে চালানপ্রতি মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০ থেকে ১২ হাজার টাকা করে পায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হয়েছে।