বাজিস-৭ : বিভিন্ন জেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

641

বাজিস-৭
মানবাধিকার দিবস- সারাদেশ
বিভিন্ন জেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ মঙ্গলবার সারাদেশে ৭১তম ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়েছে।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, ‘মানবাধিকার সুরক্ষা, তারুন্যের অভিযাত্রা’ শীর্ষক শ্লোগান নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জেলায় আজ মাবাধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসক চত্ত্বর থেকে র‌্যালি বের হয় । র‌্যালিটি শহর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
অনুষ্ঠানে জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেনসহ সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মিরা বক্তব্য রাখেন।
বাসস-এর ফেনী সংবাদদাতা জানান, ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ফেনীতে র‌্যালী, আলোচনাসভার আয়োজন করে বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার ভিাগের উপপরিচালক পিকেএম এনামুল করিম, , ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের ফেনী শাখার সভাপতি শহিদুল্লাহ ভূঞা। আলাচনাসভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলাসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে এ কর্মসুচীতে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পাবনা প্রেস ক্লাব সম্পাদক আখিনুর ইসলাম রেমন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার প্রমুখ অংশগ্রহন করেন । সকালে মহিলা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসস-এর গোপালগঞ্জ সংবাদদাতা জানান, জেলার মুকসুদপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ যুব সম্প্রদায়” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুকসুদপুর উপজেলা শাখা আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুকসুদপুর উপজেলা শাখার সহসভাপতি জহিরউদ্দিন মৃধা। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি সরদার মজিবুর রহমান, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
বাসস-এর পিরোজপুর সংবাদদাতা জানান, জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে সকাল ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে শহরে র‌্যালি ও সাতমাথায় পথসভা অনুষ্ঠিত হয়।
বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, ‘মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জেলায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১৩০/-এমকে