বাসস ক্রীড়া-৯ : বিপিএলের পরিসংখ্যান

229

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিপিএল-পরিসংখ্যান
বিপিএলের পরিসংখ্যান
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ২০১২ সালে পথচলা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের। দেখতে দেখতে ইতোমধ্যে হয়ে গেছে ছয়টি আসর। আগামীকাল থেকে শুরু হচ্ছে সপ্তম আসর। তবে সপ্তম আসরটি বিশেষত্ব অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধ’ু বিপিএলের সপ্তম আসর নিজেরাই আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ ডিসেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
বিপিএলের গত ছয় আসরের কিছু রেকর্ড, পরিসংখ্যান:
জয়-হার :
দল ম্যাচ জয় হার
চিটাগাং ভাইকিংস ৭২ ৩০ ৪১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ ৩৩ ১৯
ঢাকা ডায়নামাইটস ৭৯ ৪৮ ৩১
খুলনা টাইটান্স ৬১ ২৫ ৩৫
রাজশাহী কিংস ৬৩ ৩০ ৩৩
রংপুর রাইডার্স ৬৫ ৩৫ ৩০
সিলেট সিক্সার্স ৫৭ ২৩ ৩৪
বরিশাল বার্নস ৪৯ ২৪ ২৫
টুর্নামেন্টে শিরোপাধারীরা :
দল চ্যাম্পিয়ন রানার্স-আপ
ঢাকা ডায়নামাইটস (২০১২-*) তিনবার (২০১২, ২০১৩, ২০১৬) একবার (২০১৭, ২০১৮)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫-*) দুইবার (২০১৫, ২০১৮) ০
রংপুর রাইডার্স (২০১৩-) একবার (২০১৭) ০
বরিশাল বুলস (২০১২-২০১৬) ০ দুইবার (২০১২, ২০১৫)
রাজশাহী কিংস (২০১২-*) ০ দুইবার (২০১৬)
চিটাগাং ভাইকিংস (২০১২-*) ০ একবার (২০১৩)
খুলনা টাইটান্স (২০১২-*) ০ ০
সিলেট সিক্সার্স (২০১২-*) ০ ০
সর্বোচ্চ দলীয় রান :
রংপুর রাইডার্স : ২৩৯/৪, ২০ ওভার, প্রতিপক্ষ- চট্টগ্রাম ভাইকিংস, সাল-২০১৯, ভেন্যু- চট্টগ্রাম।
সর্বনি¤œ দলীয় রান :
খুলনা টাইটান্স : ৪৪/১০, ১০.৪ ওভার, প্রতিপক্ষ- রংপুর রাইডার্স, সাল-২০১৬, ভেন্যু- মিরপুর।
বড় ব্যবধানে জয় (রান) :
চিটাগং ভাইকিংস : ১১৯ রানে, প্রতিপক্ষ-সিলেট রয়্যালস, সাল-২০১৩, ভেন্যু- মিরপুর।
কম ব্যবধানে জয় (রান) :
চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১ রানে, প্রতিপক্ষ-সিলেট সুপার স্টার্স ও ঢাকা ডায়নামাইটস, সাল-২০১৫ ও ২০১৯, ভেন্যু- মিরপুর।
কম ব্যবধানে জয় (উইকেটে) :
সিলেট রয়্যালস : ১ উইকেটে, বিপক্ষ-বরিশাল বার্নাস, সাল-২০১৩, ভেন্যু- মিরপুর।
সর্বোচ্চ ব্যক্তিগত রান :
তামিম ইকবাল : ম্যাচ- ৫৮, রান-১৮২৫।
এক মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত রান :
রিলি রুশো (রংপুর রাইডার্স) : ম্যাচ-১৪, রান- ৫৫৮, সেঞ্চুরি -১টি, হাফ-সেঞ্চুরি- ৫টি, গড়- ৬৯.৭৫, মৌসুম- ২০১৯।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস :
ক্রিস গেইল (রংপুর রাইডার্স)- ১৪৬*, প্রতিপক্ষ -ঢাকা ডায়নামাইটস, সাল-২০১৭, ভেন্যু- মিরপুর।
সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল- ৩৮ ম্যাচে ১২০টি।
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল (রংপুর রাইডার্স)- ১৮টি, প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস, ইনিংস- ১৪৬*, মৌসুম- ২০১৭।
সবচেয়ে বেশি সেঞ্চুরি : ক্রিস গেইল -৫টি।
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি : ক্রিস গেইল -১৭টি।
সবচেয়ে বেশি শুন্য : ইমরুল কায়েস -১০টি।
সর্বোচ্চ জুটি : ২০১* রান, ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (রংপুর রাইডার্স), প্রতিপক্ষ -ঢাকা ডায়নামাইটস, সাল-২০১৭, ভেন্যু- মিরপুর।
সর্বোচ্চ উইকেট শিকার : সাকিব আল হাসান, ৭৬ ম্যাচে ১০৬ উইকেট।
এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকার : সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ম্যাচে ২৩ উইকেট, মৌসুম- ২০১৯।
এক ইনিংসে সেরা বোলিং ফিগার : মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী)- ৩.২ ওভার ৬ রানে ৫ উইকেট, প্রতিপক্ষ- ঢাকা গ্লাডিয়েটর্স, মৌসুম- ২০১২।
হ্যাট্টিক : পাঁচটি (মোহাম্মদ সামি, আল-আমিন হোসেন, আলিস ইসলাম, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল)।
সর্বোচ্চ ডিসমিসাল : মুশফিকুর রহিম- ৫৮ ইনিংসে ৪৪টি (ক্যাচ ৩৬+স্টাম্পিং ৮)।
এক মৌসুমে সর্বোচ্চ ডিসমিসাল : নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ইনিংসে ১৯টি (ক্যাচ ১৫+স্টাম্পিং ৪)।
সর্বোচ্চ ক্যাচ : মাহমুুদুল্লাহ রিয়াদ, ৭৫ ম্যাচে ৪২ ক্যাচ।
এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ : মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স), ১২ ম্যাচে ১৩ ক্যাচ মৌসুম- ২০১৭।
সবচেয়ে বেশি ম্যাচ : সাকিব আল হাসান- ৭৬টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : মাশরাফি বিন মর্তুজা- ৭৩টি।
বাসস/এএসজি/এএমটি/১৯৫০/স্বব