বাসস দেশ-৩৭ : নভেম্বরে মূল্যস্ফীতি ৬.০৫ শতাংশ

228

বাসস দেশ-৩৭
মূল্যস্ফীতি-নভেম্বর
নভেম্বরে মূল্যস্ফীতি ৬.০৫ শতাংশ
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান নায়ক পিয়াজ। পেঁয়াজের দাম এবং সবজির দাম কমলে মূল্যস্ফতি কমে যাবে। আমরা করছি সেটি। যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।
খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪১ শতাংশে এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশে।
এদিকে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশে। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দাড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশে।
বাসস/এএসজি/আরআই/১৯২০/-আসাচৌ