মহান বিজয় দিবস উপলক্ষে ডাকসু’র বইমেলা শুরু

391

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র উদ্যোগে সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বই মেলা’ আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন চত্বরে শুরু হয়েছে।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসু’র সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ডাকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু’র এজিএস মো. সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়নসহ ডাকসু’র নেতারা উপস্থিত ছিলেন।
মেলায় ৮০টিরও বেশি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা।