বাজিস-৪ : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভিন্ন জেলায় তথ্য অধিকার মেলা অনুষ্ঠিত

259

বাজিস-৪
তথ্য অধিকার মেলা- বিভিন্ন জেলা
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভিন্ন জেলায় তথ্য অধিকার মেলা অনুষ্ঠিত
ঢাকা, ৯ ডিসেম্বর ২০১৯ (বাসস): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ সোমবার দেশের বিভিন্ন জেলায় তথ্য অধিকার মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাসস-এর ঝিনাইদহ সংবাদদাতা জানান, আজ থেকে জেলায় দুইদিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলা শুরু হয়।বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মেলা চত্বরে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর গ্রহণ ও দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র প্রদর্শণ করা হয়। এসময় তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করা হয়। ২দিন ব্যাপী এ মেলায় ২৮ টি দপ্তরের স্টল রয়েছে।
বাসস-এর নীলফামারী সংবাদদাতা জানান, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ জেলায় শুরু হয়েছে দুইদিন ব্যাপি তথ্য অধিকার মেলা। আজ বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ মিনার চত্ত্বরে ওই মেলার আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি। মেলায় ৪০টি স্টলে বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী সংগঠন অংশগ্রহন করছে।
এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শফিকুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করা হয়।
এরআগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাসস-এর বরগুনা সংবাদদাতা জানান, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুদিনব্যাপী তথ্য অধিকার মেলা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টায় জাতীয় সঙ্গীত, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পটুয়াখালীতে দুদক’র উপপরিচালক মো. মোজাহার আলী সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি-সনাক সভাপতি এডভোকেট মো. আনিসুর রহমান। দুর্নীতি বিরোধী এ তথ্য অধিকার মেলায় ২০ টি স্টল হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯২০/এমকে