চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী

338

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে। ১৩ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় সর্বসম্মতভাবে মোসলেম উদ্দিন আহমেদকে চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী) প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে এ আসন শূন্য হয়। জাসদের কার্যকরী সভাপতি বাদল ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর ৩ বার নৌকা প্রতীকে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নূর হোসেনকে চেয়ারম্যান পদে এবং বগুড়ার দুপচাচিয়া পৌরসভার নির্বাচনে এনামুল হক টি রানাকে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।