বাসস বিদেশ-২ : ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশংকা

377

বাসস বিদেশ-২
ইন্দোনেশিয়া-ফেরি-দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশংকা
জাকার্তা, ৪ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): ইন্দোনেশিয়া উপকূলে এক ফেরি দুর্ঘটনায় প্রায় ৭০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে এটি সর্বশেষ ভয়াবহ ফেরি দুর্ঘটনা। বুধবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বৃহত্তর সুলাওয়েসি দ্বীপের কাছে সালেয়ার দ্বীপের ৩শ’ মিটার দূরে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কেএম লাস্টারি নামের ওই ফেরিতে প্রায় ১৪০ জন যাত্রী ছিল।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আতংকিত যাত্রীদের ফেরিটির ছাদে উঠতে দেখা যায়। আবার অনেককে সাহায্যের অপেক্ষায় সাগরে ভেসে থাকতে দেখা যায়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, এ ফেরি দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে এবং এখনো আরো ৪১ জন নিখোঁজ রয়েছে।
তারা আরো জানায়, এ ঘটনায় প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে ১৪০ জন যাত্রী ছিল।
বাসস/এমএজেড/১২১৫/এমএবি