বাজিস-৯ : লালমনিরহাটে লটারির মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু

113

বাজিস-৯
লালমনিরহাট-ধান ক্রয়
লালমনিরহাটে লটারির মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু
লালমনিরহাট, ৮ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় লটারির মাধ্যমে কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দীনের নেতৃত্বে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত দুইহাজার ৪৭৪ জন কৃষকের কাছ থেকে সরকারিভাবে চলতি মৌসুমে ২৬টাকা কেজি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে নানা প্রতিকূলতার মাঝেও ধানের ফলন ভাল হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে সরকারি দামে ধান ক্রয় করা হবে।
বাসস/সংবাদদাতা/১৯০২/এমকে