বাজিস-৮ : ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

114

বাজিস-৮
ব্রাহ্মণবাড়িয়া-মুক্ত দিবস
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়া, ৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আজ ব্রাহ্মণবাড়িয়া মুক্তদিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৮ ডিসেম্বর তারিখে ব্রাহ্মণবাড়িয়া দখলদার পাকিস্তান হানাদার বাহিনীর দখল মুক্ত হয়।
আজ রোববার এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো মুক্তিযোদ্ধা-জনতা জমায়েত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভা, মুক্তিযোদ্ধা মিলনমেলা ও সন্ধ্যায় বিজয়াবৃত্তি।
দিবসটি উপলক্ষে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৯০০/এমকে