সরকার উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সহজীকরণে কাজ করছে : এলজিআরডি মন্ত্রী

280

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সহজীকরণে কাজ করছে।
দেশের সার্বিক উন্নয়নকে আরো টেকসই করতেই এটি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভবন ও স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান বা সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্রে জনদুর্ভোগও কমিয়ে আনা হবে।
তাজুল ইসলাম আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং সেন্টার ফর আরবান স্টাডিজ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এলজিআরডি মন্ত্রী সনাতন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ’র সভাপতি হুমায়ুন রশিদের সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য পরিকল্পনাবিদ সালমা এ শফি।
অন্যান্যের মধ্যে সেন্টার ফর আরবান স্টাডিজ’র চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সেমিনারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।