বাসস সংসদ-৭ : সংসদে সুগার (রোড ডেভলপমেন্ট সেস) অধ্যাদেশ রহিত বিল, ২০১৮ পাস

332

বাসস সংসদ-৭
বিল-পাস
সংসদে সুগার (রোড ডেভলপমেন্ট সেস) অধ্যাদেশ রহিত বিল, ২০১৮ পাস
সংসদ ভবন, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : চিনিকল এলাকায় আখ পরিবহণে চাষী বা বিক্রেতাদের কাছ থেকে নেয়া উপ-কর আদায় সংক্রান্ত অধ্যাদেশ রহিত করার বিধান করে আজ সংসদে সুগার (রোড ডেভলপমেন্ট সেস) অধ্যাদেশ রহিত বিল, ২০১৮ পাস করা হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করেন।
বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী চিনিকল এলাকায় আখ পরিবহণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিক্রেতা বা চাষীদের কাছ থেকে উপ-কর আদায় করা হয়। কিন্তু বর্তমানে সড়ক উন্নয়নে এ উপ-কর আদায়ের আবশ্যকতা নেই বলে বিলে এই অধ্যাদেশ রহিত করা হয়েছে। তবে অধ্যাদেশের অধীন আদায় করা উপ-কর দিয়ে বাস্তবায়নাধীন চলমান প্রকল্প বা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এমনভাবে চলতে থাকবে যেন তা এ অধ্যাদেশ রহিত হয়নি।
জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান ও ফখরুল ইমাম বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/১৯৫৫/বেউ/-আসচৌ